মেট গালায় বেবি বাম্প নিয়ে দেখা দিল কিয়ারা

শাহরুখ খানের পর এবারের মেট গালায় অভিষেক হল ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানিরও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজরকাড়া লুকে ধরা দেন তিনি। এসময় কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার চেহারায় ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি।
মেট গালার কিয়ারার পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তার ছোঁয়া। এদিন কিয়ারা আদভানি যে পোশাক পরেছিলেন সেটা গৌরব গুপ্তা ডিজাইন করেছেন।-বিনোদন তোলপাড়।
কিয়ারা এই পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল।
প্রসঙ্গত, এবার কিয়ারা আদভানি ছাড়াও অভিষেক হয়েছে শাহরুখ খান এবং দিলজিৎ দোসাঁঝের। তাদের সঙ্গে মেট গালায় এবারও অংশ নেবেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া থাকবেন আম্বানি কন্যা ইশা আম্বানি।
কিয়ারার সঙ্গে নিউ ইয়র্কে বর্তমানে রয়েছেন তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি অংশ না নিলেও, গর্ভবতী স্ত্রীকে এই সময় মোটেই একা ছাড়েননি তিনি। তাকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য বর্তমানে তিনিও মার্কিন মুলুকে।
উল্লেখ্য, কিছু মাস আগেই কিয়ারা এবং সিদ্ধার্থ যৌথভাবে জানিয়েছেন যে তাদের সন্তান আসছে। কিয়ারাকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু সন্তান আসার কারণে সেই ছবি থেকে সরে গিয়েছেন। তবে তিনি সদ্যই ওয়ার ২ ছবির শ্যুটিং শেষ করেন।