
ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা আসে, পিএসএলের বাকি থাকা ৮টি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর আবারও ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।-খবর তোলপাড়।
পিএসএল পুনরায় শুরু হলে একক ভেন্যুতে বাকি ম্যাচগুলো আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। গত ৮ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ভারতের একটি ড্রোন হামলার ঘটনায় বিস্ফোরণ ঘটে। ফলে ওইদিন নির্ধারিত পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। পরদিন পুরো টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করে পিসিবি।
পুনরায় টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা অনুযায়ী, ছয়টি ফ্র্যাঞ্চাইজিকেই বলা হয়েছে যেন তারা বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে এবং দেশীয় খেলোয়াড়দের দেশে প্রস্তুত রাখে।
তবে পাকিস্তানের মাটিতে আবারও পিএসএল আয়োজন হলে কিছুটা ঝুঁকি থেকেই যাচ্ছে। কারণ যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে উত্তেজনার রেশ পুরোপুরি কেটে যেতে সময় লাগবে। এজন্য পিএসএল দেশের বাইরে আয়োজনের পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি।
তার মতে, শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশকেও বিবেচনায় নেওয়া যেতে পারে। বাংলাদেশের দর্শকরা ক্রিকেটপাগল হওয়ায় সেখানে পিএসএল আয়োজন করলে তা পিসিবির জন্য লাভজনক হবে।
বাসিত বলেন, 'যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে।'
পিএসএলের দশম আসর বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। টুর্নামেন্টে এখনো বাকি আছে আটটি ম্যাচ। যার মধ্যে রয়েছে লিগ পর্বের চারটি, তিনটি প্লে-অফ এবং একটি ফাইনাল। এ পর্যন্ত কেবল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই প্লে-অফ নিশ্চিত করেছে। তারা ৯টি ম্যাচে ৬টিতে জয় পেয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। তাদের পরেই রয়েছে করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড। করাচি ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ইসলামাবাদ ৯ ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
পরবর্তী তিনটি অবস্থানে আছে যথাক্রমে লাহোর কালান্দার্স (৯ পয়েন্ট), পেশোয়ার জালমি (৮ পয়েন্ট) ও মুলতান সুলতান্স (২ পয়েন্ট)। আগের আসরের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স এবার প্লে-অফের লড়াই থেকে আগেভাগেই ছিটকে গেছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com