সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদনে একমত রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে শাস্তি দিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০টি দেশ রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে জুলাই বিপ্লব: সারা বাংলাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ঢাকা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা রাজারহাট সাংবাদিকের পিতার পরলোকগমন নড়াইলের ঐতিহ্যবাহী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

মারা গেল বর্ষীয়ান অভিনেত্রী লরেটা জেন সুইট

রিপোর্টারের নাম / ৬৯ টাইম ভিউ
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী লরেটা জেন সুইট প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। টেলিভিশন সিরিজ ‘এম এ এস এইচ’-এর মেজর মার্গারেট হুলিহান চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতাজনিত কারণে তিনি প্রয়াত হন।-বিনোদন তোলপাড়।

অভিনেত্রীর প্রতিনিধি হারলান বোল জানান, দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

লরেটা জেন সুইটের জন্ম আমেরিকার নিউ জার্সিতে। তবে তিনি নিউইয়র্ক সিটিতে গান ও অভিনয়ে প্রশিক্ষণ নেন।

টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন ১৯৬৯ সালে। বিভিন্ন টিভি শোতে অতিথি চরিত্রে কাজের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু। তবে তার ক্যারিয়ারে বিশাল অর্জন আসে ‘এম এ এস এইচ’ থেকে। এতে অভিনয়ে সুবাদে ছয় বার এমি পুরস্কার মনোনীত হন সুইট।

এরমধ্যে ১৯৮০ সালে এবং ১৯৮২ সালে দুইবার এ্যামি পুরস্কার জিতেছিলেন। এই সিরিজে দীর্ঘসময় অভিনয়শিল্পীদের মধ্যে সুইট অন্যতম।

ব্যক্তি জীবনে ১৯৮৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত অভিনেতা ডেনিস হোলাহান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন লরেটা জেন সুইট। অভিনয়ের পাশাপাশি পশু সুরক্ষার লক্ষ্যে ‘সুইটহার্ট অ্যানিমেল অ্যালায়েন্স’ নামে একটি সংস্থাও গড়ে তোলেন। পশু সুরক্ষা কাজে অবদানের জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

বর্ণাঢ্য অভিনয় জীবনে ‘এম এ এস এইচ’ ছাড়াও অভিনয় করেছেন ‘দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট এভার’, ‘দি এক্সিকিউশন’-এর মতো টিভি চলচ্চিত্রে। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বিয়ার’ এবং ‘ফরেস্ট অরিওর’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর