ফেনী জেনারেল হাসপাতালের কর্মীরা পেলো মাস্তুুল ও হেল্প ফর টুডের ঈদ উপহার

কামরুল হাসান লিটন, ফেনী:
২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন কাজে সম্পৃক্তরা পেলো স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ও হেল্প টুডের পক্ষ থেকে ঈদ উপহার।
ঈদুল আজহা উপলক্ষে হাসপাতালের অর্ধ শতাধিক কর্মীর জন্য এ দুই সংগঠনের পক্ষ থেকে একটু গরু কুরবানি দেয়া হয়। শনিবার(৭ মে) ঈদের দিন বিকালে প্যাকেট করে প্রত্যেক সদস্যকে দেয়া হয় মাংস।
ঈদের দিন কুরবানী পশুর মাংস পেয়ে আনন্দ প্রকাশ করেন এসব কর্মীরা। প্রতি বছর এ আয়োজন অব্যাহত রাখার অনুরোধ রাখেন তারা।
বিতরণের সময় উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের সংগঠক ও হেল্প ফর টুডের উপদেষ্টা সোলায়মান হাজারী ডালিম, চিত্র সাংবাদিক দুলাল তালুকদার, হেল্প ফর টুটের প্রতিষ্ঠাতা সভাপতি সফি উল্লাহ, ভলেন্টিয়ার ডেভেলপমেন্ট অফিসার শরিফ উদ্দিন, সেন্ট্রাল মেম্বার -মেহেদী হাসান, ফেনী জেলা টিমের সদস্য লাবিব ভুইয়া। প্রবাসী স্বেচ্ছাসেবক ইয়াসিন মামুন, হাসপাতালের ডোম আবদুর রহিম প্রমূখ।
হেল্প ফর টুটের প্রতিষ্ঠাতা সভাপতি সফি উল্লাহ বলেন, হেল্প ফর টুডের প্রজেক্ট প্রণয়ের কুরবানীর ঈদ আয়োজন প্রণয়-কুরবানীর আনন্দ সবার জন্য। এই আয়োজনে অন্যতম সহায়তায় ছিলেন মাস্তুল ফাউন্ডেশন।