নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র রবিনের লাশ উদ্ধার

কামরুল হাসান লিটন, ফেনী:
ফেনীতে নিখোঁজের একদিন পর রবিন (১০) নামে এক স্কুল ছাত্রের লাশ তার বাড়ীর পাশে একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবার সুত্রে জানা যায়, গত বুধবার (১১ জুন) সকালে সখের সাইকেল চালানোর কথা বলে ঘর থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। সারাদিন অনেক খোজাঁখুজির পর তাকে না পেয়ে তার বাবা ওমর ফারুক বিভিন্ন স্থানে এমনকি আত্মীয়স্বজনের বাড়ীতে খোজাঁখুজি করে পরে ফেণী মডেল থানায় ছেলে নিখোঁজ এর একটি ডায়েরী করেন। নিখোঁজের সংবাদ চারদিকে প্রচার করার ১২ ঘন্টার পর বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ রবিনের লাশ উদ্ধার করে। লাশের পাশে তার সখের সাইকেলটি ও পাওয়া যায় বলে জানা গেছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায়। রবিন চট্রগ্রাম বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র। ঈদ উদযাপনের জন্য সে ছুটিতে বাড়ীতে আসে। তার জমজ অপর ভাই রাবিনও একই স্কুলের একই শ্রেণীতে পড়ে। রবিন ফেনী সদর উপজেলার পাঁচগছিয়া ইউনিয়নের ৬নং ওর্য়াড়ের নগরকান্দি গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে।
রবিনের বাবা ওমর ফারুক কালেরকন্ঠকে জানান, এটি একটি হত্যাকান্ড। পূর্ব শত্রুতার জের হিসেবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। সে তার ছেলের ময়না তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা এবং হত্যাকারীদের শাস্তি দাবী করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,রবিনের মুখে ফেনা ও রক্ত পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করার পর লাশ ডোবার মধ্যে ফেলে দেয়া হয়েছে। তার লাশের পাশে তার সখের সাইকেলটি ও পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি মো: সামছুজ্জামান জানান, রবিনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তবে কোন রিপোর্ট এখনো আমাদের হাতে আসেনি। রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা বা অপমৃত্যূ। হত্যা প্রমাণিত হলে পরে হত্যা মামলা নেয়া হবে। তবে তার বাবা ওমর ফারুক ফেনী মডেল থানায় একটি অপমৃত্যূ মামলা দায়ের করেন।