৯জুন সন্ধ্যায় শপথ নিবে ভারতের প্রধানমন্ত্রী মোদি
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর আগে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছিল, মোদি শনিবার (৮ জুন) শপথ নেবেন।
বৃহস্পতিবার ( ৬ জুন) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, রোববার (৯ জুন) সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠান হচ্ছে।-খবর তোলপাড় ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদির শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন নেতা উপস্থিত থাকবেন। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক।
ভারতে নতুন সরকার গঠনের জন্য যতগুলো আসন দরকার হয় ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপি এবারের নির্বাচনে তার চেয়ে কম আসনে জয়লাভ করেছে। কিন্তু শেষ পর্যন্ত জোট সঙ্গীদের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা।
ভারতের সরকার গঠনের জন্য ২৭২টি আসন দরকার হয়। লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি আসন। তবে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে ২৯৩টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৪টি আসন।
জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।