সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদনে একমত রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে শাস্তি দিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০টি দেশ রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে জুলাই বিপ্লব: সারা বাংলাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ঢাকা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা রাজারহাট সাংবাদিকের পিতার পরলোকগমন নড়াইলের ঐতিহ্যবাহী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

ইরান কারও চাপের মুখে আত্মসমর্পণ করবে না বললেন খামেনি

রিপোর্টারের নাম / ৩৮ টাইম ভিউ
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান যেভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে। বুধবার (১৭ জুন) জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ইসরায়েলকে ভুলের জন্য কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খামেনি।-খবর তোলপাড়।

তিনি বলেন, ‘‘এই জাতি কারও চাপের মুখে আত্মসমর্পণ করবে না।’’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে খামেনি বলেন, ‘‘যারা ইরান, ইরানি জাতি ও ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনো হুমকির ভাষায় কথা বলবেন না। কারণ ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথানত করে না।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘মার্কিন সামরিক হস্তক্ষেপ ইরানে অপূরণীয় ক্ষতি ডেকে আনবে, যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না।’’

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, যদি তৃতীয় কোনো পক্ষ ইসরায়েল ও ইরানের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে এটি পূর্ণমাত্রার সংঘাতে রূপ নেবে এবং তা শুধু মধ্যপ্রাচ্য সীমাবদ্ধ থাকবে না, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।

তিনি জানান, ইরান আপাতত শুধু ইসরায়েলের ভূখণ্ডে হামলার ওপর মনোযোগ দিচ্ছে এবং আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে দেবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে বাঘাঈ বলেন, ‘‘কূটনীতি কখনো বন্ধ হয় না।’’ তবে এখন তেহরান আর ওয়াশিংটনের ওপর নির্ভর করে না।

ইরানি কর্মকর্তার কথায়, রাশিয়াসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর সঙ্গে ইরান যোগাযোগ বজায় রেখেছে এবং আশা প্রকাশ করেছেন, তারা হামলার নিন্দা ও সমাধানের পথ খুঁজে বের করতে সক্রিয় ভূমিকা রাখবে।

সূত্র: আল জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর