আলোকস্বল্পতায় দ্বিতীয় দিন, বাংলাদেশের সংগ্রহ ৪৮৪/৯

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ৪৮৪ রান। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি পেরোনো ইনিংস এবং লিটন দাসের ৯০ রানের ধারাবাহিক ব্যাটিংয়ের ফলে বড় সংগ্রহের দেখা পেয়েছে সফরকারীরা। আলোকস্বল্পতার কারণে আজ দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ ঘোষণা করা হয়।-খবর তোলপাড়।
বাংলাদেশ প্রথম দিন শেষ করেছিল ৩ উইকেটে ২৯২ রানে। দ্বিতীয় দিনের শুরুতেই শান্ত ১৪৮ রান করে আউট হলেও, মুশফিক অধিনায়কত্বের সাথে ২৬৪ রানের বড় জুটি গড়ে দলের হাল ধরে রাখেন।
ক্লিক করুন-https://www.facebook.com/bdlivessports
মুশফিক ১৬৩ রান করে আউট হলে লিটন ৯০ রানে ফিরে যান। তাদের জুটিতে ছিল ১৪৯ রান। মুশফিকের আউট হওয়ার পর বাংলাদেশের উইকেট দ্রুত পড়ে যায়। জাকের আলী ও তাইজুল ইসলাম দ্রুত ফিরে গেলে দিন শেষে বাংলাদেশ ৯ উইকেটে ৪৮৪ রান সংগ্রহ করে। ক্রিজে অপরাজিত রয়েছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ।