ফেনীতে চাঁদা না পেয়ে বেদে পল্লীতে হামলায় শ্রমিক দলের সভাপতির বিচারের দাবীতে মানববন্ধন

কামরুল হাসান লিটন, ফেনী :
ফেনী সদর উপজেলার কালিদাহ ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি ও ফেনী সদর উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে বেদে পল্লীতে চাঁদা দাবী করে না পেয়ে হামলা ভাংচুর,লুটপাটের ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন করেন বেদে পল্লীতে বসবাসরত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ফেনীর লালপোল নামক স্থানে বেদে পল্লীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে এ হামলার ঘটনায় শ্রমিক দলের নেতা সাহাবুদ্দিনসহ জড়িত সকলের গ্রেফতার ও বিচার দাবী করেন। উক্ত মানববন্ধনে স্থানীয় মুদি দোকানদার মোঃ দুলাল মিয়া, সৌদি প্রবাসী মোঃ শহিদুল্ল্যাহ,মনিরুজ্জামান, স্বর্ণ রুপা সন্ধানকারী মোঃ চৌধুরী হোসেন, চা দোকানদার বিবি আফিয়া বেগম,রজ্জত নেছাসহ আরো অনেকে তখন বক্তব্য রাখেন।
ভুক্তভোগী রজ্জত নেছা জানান, আমরা দরিদ্র মানুষ এখানে কষ্ট করে বসবাস করি। আমাদের কোন জায়গা জমি নেই। আমাদের বাড়ীঘর ভা্চংুরের জন্য এ নেতার উপযুক্ত শাস্তি দাবী করছি এবং আমাদের ক্ষতিগ্রস্থ পরিবারদের ক্ষতিপুরণ দাবী করছি। আমরা মানুষের দাঁতের পোকা, স্বর্ণ রুপা সন্ধানসহ বিভিন্ন কাজ করে জীবন নির্বাহ করি। কোন কোন সময় ভাগ্যে খাবার জোটে না,নেই কোন ভবিষ্যত। অথচ আমরা প্রতিমাসে তাদেরকে চাঁদা দিতে হবে। তা হলে আমরা এখানে থাকবো কিভাবে। আমরা যাব কোথায়।
বেদে পরিবারের অপর সদস্য বিবি আফিয়া বেগম জানান, ছোট একটি চা দোকান করে আমার সংসার চালাই। আমাদের উপর অমানবিক নির্যাতন করে আসছে এ নেতা। বিগত সরকার গুলি থেকে আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা পাইতাম কিন্তু বর্তমানে তা বন্ধ হয়ে যায়। বরং তাদেরকে চাঁদা দিয়েই এখানে থাকতে হবে। এটাতো মেনে নেয়া যায় না।
স্থানীয় বেদে চৌধুরী হোসেন আরো জানান, বিগত ৯ মাস যাবত এ শ্রমিক নেতা শাহাবুদ্দিন আমাদের পল্লীতে এসে নানাভাবে নির্যাতন করে আসছে। আমাদের উপযুক্ত মেয়েদের ঘরে রাখতে কষ্ট হচ্ছে। তাদের উপর তা কুনজর দেয় এবং বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছে। এতে কোন কাজ না হওয়ায় চাঁদা দাবী করছে। চাঁদা না পেয়ে আমাদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। এমনি কি ঘরবাড়ী ভাংচুর করছে। আমরা এখন অত্যান্ত নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ হামলা ,ভাংচুর লুটপাটের ঘটনায় রাশেদা ইসলাম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি সামছুজ্জামান কালেরকন্ঠকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার তদন্ত চলছে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।