বাংলাদেশিদের জড়ানো সেই আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া পুলিশ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মধ্যে আইএস-এর মতাদর্শ প্রচার ও অর্থ সংগ্রহে জড়িত একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির পুলিশ। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল।-খবর তোলপাড়।
তিনি জানান, চলতি বছরের এপ্রিল থেকে শুরু করে বিভিন্ন সময় মালয়েশিয়াজুড়ে অভিযান চালিয়ে আইএস সংশ্লিষ্ট সন্দেহে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা সবাই দেশটিতে কলকারখানা, নির্মাণ ও সেবাখাতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
মালয়েশিয়ার গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, এই নেটওয়ার্ক মূলত মালয়েশিয়ায় থাকা অন্যান্য বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করে সদস্য সংগ্রহ করছিল। সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে উগ্র মতবাদ ছড়ানো হচ্ছিল। একইসঙ্গে আন্তর্জাতিক মানি ট্রান্সফার ও ই-ওয়ালেটের মাধ্যমে সিরিয়া ও বাংলাদেশে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কাছে অর্থ পাঠানো হচ্ছিল।
তবে সংগৃহীত অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি পুলিশ প্রধান।
আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাকি ১৬ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন, যাদের বিষয়ে তদন্ত চলছে।
পুলিশ মহাপরিদর্শক খালিদ বলেন, “আমাদের ধারণা, এই নেটওয়ার্কের সঙ্গে ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি যুক্ত। যাদের সম্পৃক্ততা তুলনামূলক কম, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইনে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ২০১৬ সালে রাজধানী কুয়ালালামপুরে আইএস সংশ্লিষ্ট এক হামলার পর থেকে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সেই সময় থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে বহু ব্যক্তিকে আটক করা হয়েছে।