সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদনে একমত রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে শাস্তি দিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০টি দেশ রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে জুলাই বিপ্লব: সারা বাংলাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ঢাকা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা রাজারহাট সাংবাদিকের পিতার পরলোকগমন নড়াইলের ঐতিহ্যবাহী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

জুলাই যোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের ভুয়া ভিডিও শনাক্ত করলো বাংলাফ্যাক্ট

রিপোর্টারের নাম / ৬৪ টাইম ভিউ
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

জুলাই যোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা একটি বিভ্রান্তিকর ভিডিওর অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।-খবর তোলপাড়।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানিয়েছে, ভিডিওটি আসলে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাই যোদ্ধার সঙ্গে জড়িয়ে প্রচার করা হচ্ছে।

এক বিবৃতিতে বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সেনাবাহিনী এক জুলাই যোদ্ধার কাছ থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে বলে দাবি করে একটি ভিডিও প্রচার করা হয়। কিন্তু যাচাই করে দেখা যায়, ভিডিওটি কোন জুলাই যোদ্ধার নয়। এটি আসলে আওয়ামী লীগের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের।

অনুসন্ধান টিম আরও জানায়, ভিডিওতে থাকা ‘নাগরিক টিভি’-র লোগো থেকে যাচাই করে তাদের ইউটিউব চ্যানেলে গত ১৫ জুন প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। সেখানে দেখা যায়, ঘটনার দিন সাতক্ষীরায় রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালায় এবং অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করে।

পরবর্তীকালে দেশের একাধিক গণমাধ্যমেও একই ঘটনার খবর প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার ছোট ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়। অভিযান থেকে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, সাবেক এমপির বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ভিডিওকে জুলাই যোদ্ধার ঘটনা বলে প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্যের বিরুদ্ধে লড়াই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে বাংলাফ্যাক্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর