রুশ সামরিক আগ্রাসনের মধ্যেই ইউক্রেনের সরকারের বড় রদবদল ঘটেছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইউলিয়া সিভিরিদেঙ্কো। তিনি ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন ডেনিশ শ্যামিহালের স্থলাভিষিক্ত হয়েছেন। পার্লামেন্টের অনুমোদনের পর বৃহস্পতিবার এই পদে আসীন হন ৩৯ বছর বয়সী সিভিরিদেঙ্কো।-খবর তোলপাড়।
সিভিরিদেঙ্কো এর আগে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। চলতি বছর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে তার ভূমিকা ছিল।
নতুন প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, তিনি দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সশস্ত্র বাহিনীর শক্তি বাড়ানো এবং অর্থনীতির উন্নয়নে গুরুত্ব দেবেন। তিনি জানান, ‘আমাদের দ্রুত ও দৃঢ়ভাবে কাজ করতে হবে, কোনো বিলম্বের সুযোগ নেই।’
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ি সিবিহা পদে রয়েছেন। বিদায়ী আইনমন্ত্রী ওলহা স্তেফানিশিনা যুক্তরাষ্ট্রের পরবর্তী ইউক্রেনীয় রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন। তার নিয়োগ ওয়াশিংটনের অনুমোদনের অপেক্ষায়।
অন্যান্য মন্ত্রিত্বে পরিবর্তন হিসেবে উপমন্ত্রী ওলেক্সি সোবোলেভ ও তারাস কাচকা অর্থনীতি, পরিবেশ ও কৃষিমন্ত্রী এবং ইউরোপীয় সংযুক্তিকরণ বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com