ঢাকার বাজারে শাকসবজি ও প্রোটিন পণ্যের ঝাঁজ এখনো কমেনি। সরবরাহ সংকট ও টানা বৃষ্টির কারণে বেশিরভাগ সবজির দাম বেড়েই চলেছে। যদিও কাঁচা মরিচের দামে কিছুটা স্বস্তি দেখা গেছে, তবে মুরগি ও মাছের বাজারে বেড়েছে চাপ।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকার কাপ্তান বাজার, কারওয়ানবাজার, শ্যাওড়াপাড়া ও রামপুরা এলাকা ঘুরে দেখা যায়, বাজারে শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০–৬০ টাকা। পটল ৪০–৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০–৫০ টাকা, করলা ৫০–৮০ টাকা, বরবটি ৭০–৮০ টাকা, কচুর লতি ৭০–৮০ টাকা, বেগুন ৬০–৮০ টাকা, ঝিঙে, কাকরোল, ধন্দুল, চিচিঙ্গা ৪০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ও টমেটো বিক্রি হচ্ছে যথাক্রমে ১২০ ও ১৪০ টাকায়।-খবর তোলপাড়।
কাঁচা মরিচের বাজারে কিছুটা স্বস্তি এলেও তা এখনো অনেকের নাগালের বাইরে। কোথাও কোথাও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০–২০০ টাকায়, আবার কোথাও তা পৌঁছে গেছে ২৪০–৩২০ টাকায়। গত সপ্তাহে এটি ছিল ৩৫০ টাকার ওপরে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে।
মুরগির বাজারেও বেড়েছে উত্তাপ। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৫০–১৬০ টাকা। সোনালি মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০–৮০০ টাকা, আর খাসির মাংস ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও একই অবস্থা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকায়, ৭০০–৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৬০০–১৮০০ টাকা, ৫০০–৬০০ গ্রাম ১৪০০–১৫০০ টাকা এবং দেড় কেজির ইলিশ ২৮০০ টাকায়। চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৮০–৪৫০ টাকায়, তেলাপিয়া ১৮০–২২০, পাঙাশ ১৮০–২৩৫, পাবদা ও শিং ৪০০–৫০০ টাকায় এবং কৈ মাছ ২৮০–৩০০ টাকায়।
চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চমূল্যই স্থির রয়েছে। মিনিকেট চাল প্রতি কেজি ৮২–৮৫ টাকা, নাজিরশাইল ৮৫–৯২ টাকা এবং মোটা চাল ৫৬–৬২ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা ক্রেতারা বলছেন, সবজির দাম বেড়ে গেলেও তদারকির কোনো কার্যকর ব্যবস্থা নেই। এক ক্রেতা বলেন, ‘পোয়াভাবে কাঁচা মরিচ কিনেছি ৮০ টাকায়। অথচ এটা হঠাৎ কমে আবার বাড়ছে। আমাদের কষ্টে চলতে হয়, কেউ ভাবে না।’
অন্যদিকে বিক্রেতারা বলছেন, মৌসুম ফুরিয়ে যাওয়া এবং টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে গেছে, সে জন্যই দাম বাড়ছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com