বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন
পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দেশটির করাচিতে একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৯ জন নারী ও তিন শিশু রয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।-খবর তোলপাড় ।
জানা গেছে, এফকে ডাইং নামে ওই কোম্পানি জাকাত বিতরণের জন্য তাদের কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানায়। সেখানে প্রায় ৪০০ নারী ও শিশু এসেছিলেন। এক পর্যায়ে লাইনে থাকারা একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে অনেকেই পদদলিত হন। ঘটনার সময় কোম্পানির মালিক সেখানে ছিলেন না।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সূত্র : আলজাজিরা, ডন।
English translation:
Stampede while collecting Zakat in Pakistan: At least 12 killed
At least 12 people have died in a stampede while collecting zakat in Pakistan. The incident took place on Friday (March 31) during the distribution of zakat among the families of employees of a private company in Karachi.
Among the dead are 9 women and three children. Five injured people have been admitted to hospital.-Khabar Tolpar.
It is learned that the company called FK Dyeing invites the families of its employees to distribute zakat. About 400 women and children came there. At one point, chaos ensued when those in line started pushing each other. At one stage of the stampede, many were trampled. The owner of the company was not there at the time of the incident.
Several people of the company have been arrested on the charge of negligence in this incident. It is said that the case is being prepared against them.
Sindh Chief Minister Murad Ali Shah expressed his condolences to the families of the victims. Source: Aljazeera, Dawn