বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

‘বিশ্বকাপ থেকে মাত্র এক ইনিংস দূরে লিটন’

রিপোর্টারের নাম / ১৪৮ টাইম ভিউ
Update : সোমবার, ৬ মে, ২০২৪

ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না লিটন দাসের। তিন ফরম্যাটেই রান খরা চলছে এই টাইগার ব্যাটারের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও ছিলেন ব্যর্থ। দ্বিতীয় ম্যাচে ভালো শুরু পরও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। লিটনের ব্যাটে রান খরা হলেও বিশ্বকাপে ভালো করবে বলে মনে করেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।

সোমবার (৬ মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোথাস। লিটনের রান করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। লিটন দাস আমাদের অনেক কিছু দিচ্ছে। সে বিশ্বমানের ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। কাজেই কোনো সন্দেহ নেই লিটন দাস অনেক রান করবে, যেটা সে আগেও করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর