সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদদাতা, গাজীপুর:
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে শনিবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার – ১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ১ এর সাধারণ সেলে বন্দি হিসেবে ছিলেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার সকাল সোয়া ১০টায় সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ১ থেকে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়ার ৩৫ ঘণ্টা পর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আর তুলে নেওয়ার ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করে রমনা থানার পুলিশ।
অপরদিকে শামসুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। সে আবেদনের শুনানি শুরু হয় বেলা দুইটার দিকে। তখন হাজতখানা থেকে শামসুজ্জামানকে আদালতে আসামির কাঠগড়ায় তোলা হয়। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।
এরপর বেলা সাড়ে তিনটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকে শুক্রবার বেলা দেড়টার দিকে তাকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ পাঠানো হয়।
English translation:
Journalist Shamsuzzaman Transferred from Kashimpur to Central Jail (Also Read in English)
Correspondent, Gazipur:
Prothom Alo Savar’s own correspondent Shamsuzzaman, arrested in the Digital Security Act case, was sent to Dhaka Central Jail in Keraniganj, capital, from Kashimpur Central Jail in Gazipur on Saturday morning.
Senior Jail Superintendent of Kashimpur Central Jail-1 Shahjahan Ahmed said that journalist Shamsuzzaman was brought to Kashimpur Central Jail from Dhaka Central Jail in Keraniganj at around 1.30 pm on Friday. At night he was a prisoner in the general cell of Kashimpur Central Jail-1.
Journalist Shamsuzzaman was sent from Kashimpur Central Jail-1 to Dhaka Central Jail located in Keraniganj on Saturday at 10:30 AM on the orders of higher authorities.
Police sent Prothom Alo journalist Shamsuzzaman to jail through the court 35 hours after he was picked up from Savar’s house by the CID. And 30 hours after being picked up, he was produced in the Chief Metropolitan Magistrate (CMM) court of Dhaka at around 10:30 am on Thursday. Later, the police of Ramna police station applied to the court to detain him in jail.
On the other hand, his lawyers applied for bail on behalf of Shamsuzzaman. The hearing of that application began at two o’clock in the afternoon. Then Shamsuzzaman was taken from the jail to the accused in the court. After the hearing, Additional Chief Metropolitan Magistrate Tofazzal Hossain of CMM Court of Dhaka rejected the bail application and ordered to send him to jail.
Then he was taken to Dhaka Central Jail in Keraniganj in a prison van around 3:30 PM. From there he was sent to Gazipur Kashimpur Central Jail-1 around 1:30 pm on Friday.