শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পূর্বাহ্ন
দুই পক্ষের বিতর্কের পর চলতি বছর থেকেই প্রাথমিকের বিনামূল্যের পাঠ্যবই ছাপার ক্ষমতা হারাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড এনসিটিবি। এখন থেকে এই বই ছাপবে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আইনের কিছু বিষয়ে সংশোধন জরুরি হওয়াতে ২০২৪ সালের পাঠ্যবই ডিপিই ছাপতে পারবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।
এ দিকে সরকারের সর্বোচ্চ ফোরাম থেকে বই ছাপার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসায় সব জটিলতা সহজে কেটে যাবে বলেও আশা করা হচ্ছে। সূত্র মতে, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে এনসিটিবির আইন সংশোধন করতে হবে। তাই এ লক্ষ্যে উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারা একই ধরনের সিদ্ধান্ত জানিয়ে এনসিটিবিকে ইতোমধ্যে একটি চিঠিও দিয়েছে।
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম নয়া দিগন্তকে জানিয়েছেন, আইন সংশোধনের এখতিয়ার মন্ত্রণালয়ের। তবে আমরা চিঠি পেয়েছি। আর আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয়ই এ ব্যাপারে উদ্যোগ নেবে। আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবো।-খবর তোলপাড় ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে ‘এনসিটিবি আইন ২০১৮ অনুযায়ী এনসিটিবি প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণ পর্যন্ত পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের ক্ষেত্রে সময় সময় নানা জটিলতা দেখা দেয়ায় এনসিটিবির পরিবর্তে প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃক প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের নিমিত্ত এনসিটিবি আইন ২০১৮ এর সংশ্লিষ্ট অংশের সংশোধন প্রয়োজন।
এতে আরো বলা হয়, ‘এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নিকট সার-সংক্ষেপ পাঠানো হলে গত ২৩ মার্চ প্রধানমন্ত্রী এতে সম্মতি জ্ঞাপন বা সিদ্ধান্ত প্রদান করেন। এমতাবস্থায় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত সার-সংক্ষেপ অনুযায়ী জরুরি ভিত্তিতে এনসিটিবি আইন ২০১৮ এর প্রয়োজনীয় সংশোধন আনার উদ্যোগ নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জানা গেছে, উল্লেখিত আইনের ৮ এর ‘ছ’ অনুযায়ী পাঠ্যপুস্তকের মুদ্রণ, প্রকাশনা, বিতরণ এবং বিপণন কাজ এনসিটিবির হাতে। এ ধারা অনুযায়ীই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই মুদ্রণের ক্ষমতা এনসিটিবির। ফলে এ ধারাটিসহ আরো কয়েকটি ধারা এখন সংশোধন করতে হবে।
উল্লেখ্য প্রাথমিক স্তরে প্রায় এক কোটি ৩০ লাখ শিক্ষার্থী। তাদের জন্য প্রতি বছর ১০ কোটি বই মুদ্রণ করা হয়ে থাকে। সাধারণত ৯৮ লটে এসব বই মুদ্রণ করা হয়। বই মুদ্রণ নিয়ে গত কয়েক বছর ধরে নানা সিন্ডিকেট কাজ করছে। তারা কখনো অতি চড়া দামে বইয়ের দরপত্র দাখিল করে, আবার কখনো বাজার দরের চেয়েও কম দর দেয়। কিন্তু কম দর দিলে তা পুষিয়ে নেয় নিউজপ্রিন্টে বই ছাপিয়ে। এসব নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ক্ষোভের বিষয়টিও জানা যায়। এ কারণে এবার তারা বই মুদ্রণের দায়িত্ব নিচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, নিজেদের কাজে ‘ওভারলোডেড’ এনসিটিবি। অন্য দিকে প্রাথমিকের বইয়ের অর্থ বরাদ্দ যায় ডিপিইর অনুকূলে। ওই টাকা ছাড়করণসহ অন্যান্য প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা অবলম্বন করতে হয়। এতে সময়ক্ষেপণ হয়। এ জন্যই এনসিটিবির পরিবর্তে ডিপিইতে বই মুদ্রণ প্রক্রিয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
English translation:
NCTB is losing power!
The National Curriculum and Textbook Board NCTB is losing its power to print free primary textbooks from this year following a bipartisan dispute. From now on this book will be printed by the Department of Primary Education (DPE). Prime Minister Sheikh Hasina has already given policy approval in this regard. However, there is doubt whether the DPE will be able to print the textbooks of 2024 due to the need for amendments in some aspects of the law.
In this regard, it is also expected that all the complications will be solved easily because of the positive decision about printing books from the highest forum of the government. According to sources, to implement this decision of the government, the NCTB Act must be amended. Therefore, the Ministry of Primary and Mass Education has requested the Ministry of Education to take initiatives for this purpose. They have already sent a letter to NCTB informing the same decision.
Confirming the receipt of the letter, NCTB Chairman Prof. Farhadul Islam told Naya Digant that the ministry has the jurisdiction to amend the law. But we got the letter. And the ministry will take initiatives in this regard regarding the amendment of the law. We will take further steps according to the instructions of the ministry.-Khabar Tolpar.
The letter signed by the Deputy Secretary of the Ministry of Primary and Mass Education, Mohammad Kamal Hossain, said that ‘as per NCTB Act 2018, NCTB conducts textbook printing activities from pre-primary to twelfth standard. Due to various complications arising from time to time in the printing of primary level textbooks, it is necessary to amend the relevant part of the NCTB Act 2018 for primary level textbook printing by the Department of Primary Education instead of NCTB.
It is also said, ‘For this purpose, when the summary was sent to the Prime Minister, the Prime Minister gave his approval or decision on March 23. In this situation, as per the summary approved by the Prime Minister, it has been requested to take initiative to bring necessary amendments to the NCTB Act 2018 on an urgent basis. It is known that the printing, publication, distribution and marketing of textbooks is in the hands of NCTB as per Article 8 of the said Act. According to this section, NCTB has the power to print primary and secondary level textbooks. As a result, some other clauses including this clause have to be amended now.
It should be noted that there are about 1.3 million students at the primary level. 10 crore books are printed for them every year. Usually these books are printed in 98 lots. Various syndicates have been working on book printing for the past few years. Sometimes they bid for books at very high prices, and sometimes they bid less than the market price. But if the price is low, they make up for it by printing the book in newsprint. The anger of the Ministry of Primary and Mass Education is also known. For this reason, this time they are responsible for printing books