রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদদাতা, জবি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সংগঠন নীল দলের অংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোমিন উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নীল দলের এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জবি নীল দলের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা এবং সাধারণ সম্পাদক ড. মো. আনোয়ার হোসেনসহ নীল দলের শিক্ষকবৃন্দ।