বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের উপজেলা পর্যায়ে প্রাথমিকে ইংরেজি শিক্ষার মান বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত। সে লক্ষ্যে তিনি কাজও শুরু করেছেন।
বুধবার থেকে ব্যক্তিগত উদ্যোগে নিজ কাজের অবসরে ২০জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে নিজেই প্রশিক্ষণ দিচ্ছেন ইউএনও আবুল হায়াত। এতে যেমন শিক্ষকদের দক্ষতা বাড়বে ঠিক শিক্ষার্থীদেরও ইংরেজি শিক্ষায় জ্ঞান অর্জন হবে। পর্যায়ক্রমে উপজেলার ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ক্লাসে শতভাগ পাঠদান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ইউএনও। এতে খুশি শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক মহল।
শিবগঞ্জ উপজেলার পিঠালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.কামাল উদ্দীন বলেন, ‘দক্ষ প্রশিক্ষকেরা শিক্ষকদের বাছাই করে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। এরপর শিক্ষক সাধ্যমতো ক্লাসে ইংরেজিতে পাঠদান করেন। ইউএনও যদি শতভাগ নির্ভুল প্রশিক্ষণ অব্যাহত রাখেন এবং মনিটরিং করেন, তবে শিক্ষক-শিক্ষার্থী সবাই উপকৃত হবে।’
ধোবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এহসানুল আবেদিন বলেন, ‘আমরা তিনজন ইংরেজির মাস্টার ট্রেইনার শিক্ষকদের উপজেলা টিচার্স রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ দিয়ে থাকি। যারা পাঠদানে মনোযোগী এবং দক্ষ তাদেরই প্রশিক্ষণ দেয়া হয়। আমাদের প্রশিক্ষণ নিয়ে তারা নিজ স্কুলে গিয়ে পাঠদান দিয়ে থাকেন। তবে ইংরেজি ক্লাসে শতভাগ পাঠদান নিশ্চিত করা যায় না।’
এহসানুল আবেদিন আরও বলেন, ‘বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। ইউএনও যতক্ষণ প্রশিক্ষণ দিয়েছেন তিনি একটিও বাক্য বাংলায় উচ্চারণ করেননি। তার এমন প্রশিক্ষণ যদি অব্যাহত থাকে তবে ইংরেজিতে শতভাগ ইংরেজি ক্লাসে পাঠদান সম্ভব।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী বলেন, ‘একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার ইংরেজি শিক্ষার বিষয়ে এমন উদ্যোগ বাস্তবায়ন হলে সারা দেশে শিক্ষায় রোল মডেল হবে শিবগঞ্জ।’
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, ‘চরাঞ্চল এবং সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জ। এখানকার মানুষের শিক্ষার প্রতি চরম আগ্রহ রয়েছে। তবে অর্থনৈতিক কারণে অধিকাংশই উন্নত শিক্ষা নিতে পারে না। প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেন উন্নত শিক্ষা অর্জন করতে পারে, সেই ধারণা থেকেই ইংরেজি শিক্ষায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।’
English translation:
In the beginning, the English class will speak only in English! (Read also in English)
Correspondent, Chapainawabganj:
Shibganj Upazila Executive Officer (UNO) Abul Hayat of Chapainawabganj has taken an exceptional initiative to raise the standard of English education at the upazila level of Chapainawabganj. He has started working towards that goal.
UNO Abul Hayat is training 20 primary school teachers on his own initiative from Wednesday. As the skills of the teachers will increase, the students will also gain knowledge in English education. UNO said that 100% teaching in English classes will be ensured in 239 primary schools of the upazila. Teachers, students and parents are happy with it.
Md. Kamal Uddin, a teacher of Shibganj Upazila Pithalitla Government Primary School said, “Skilled trainers select the teachers and train them on English.” Then the teacher taught the class in English as best he could. If UNO continues with 100% accurate training and monitoring, all the teachers and students will benefit.”
Md. Ehsanul Abedin, head teacher of Dhobra Government Primary School, said, “We train three master trainers of English at the Upazila Teachers Resource Center. Only those who are focused and skilled in teaching are trained. With our training, they go to their schools and teach. However, 100% teaching in English classes cannot be guaranteed.
Ehsanul Abedin also said, “The initiative taken by the Upazila Nirbahi Officer is certainly worthy of praise. He never uttered a single sentence in Bengali during his UNO training. If his training continues, it is possible to teach 100% English classes in English.
Chapainawabganj District Primary Education Officer. Zecher Ali said, “Shivganj will be a role model for education in the whole country if such an initiative is implemented by an upazila executive officer regarding English education.”
Shibganj Upazila Executive Officer (UNO) Abul Hayat said, ‘Charanchal and bordering upazila Shibganj. People here have great interest in education. But most of them cannot get better education due to economic reasons. Special initiatives have been taken in English education from the idea that they can achieve better education in primary schools.