বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রাজারহাট উপ কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার(১এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট প্রদান করা হয়। নির্বাচনে ৩শত শ্রমিকের মধ্যে ২৮২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রিজাইডিং অফিসার ছিলেন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমক ইউনিয়নের সভাপতি মোঃ হাসান আলী ও সহ প্রিজাইডিং অফিসার ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোস্তম আলী ও আলম মিয়া।
প্রায় ৩ ঘন্টা ভোট গনণা শেষে রাতে ভোটের ফলাফলে নাজমুল হুদা নাজু মিনিবাস প্রতীকে ১৭৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। এর নিকটতম প্রতিদ্বন্ধী আকবর আলী গরুরগাড়ী প্রতীকে ১০০ ভোট পেয়েছেন।
সাধারন সম্পাদক পদে ও আলম মিয়া ছাতা প্রতীকে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। এর নিকটতম প্রতিদ্বন্ধী নুরুজ্জামান বাবলু কলস প্রতীকে ১২৩ ভোট পেয়েছেন।
এছাড়া সহ সভাপতি পদে আমিনুর রহমান টায়ার প্রতীক ভোট ১৬৯,সহ সাধারণ সম্পাদ পদে রেজাউল করিম রেজা টেবিল ঘড়ি প্রতীকে ১৫৫ ভোট, সাংগাঠনিক সম্পাদক পদে মমিনুল ইসলাম মমিন ফ্যান প্রতীকে ১০২ ভোট, সড়ক সম্পাদক পদে রাজীব হোসেন তারেক টিউবয়েল প্রতীকে ২০৩ ভোট, দপ্তর সম্পাদক পদে মো: আব্দুল মোতালেব টেবিল প্রতীক ১৫০ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ ইয়াসিন আলী আনারস প্রতীকে ১৭৭ ভোট, কার্য্যকরি সভাপতি হাফিজুর রহমান পানির বোতল প্রতীকে ১১৭ ভোট, সদস্য পদে শান্ত কুমার সিংহ আম প্রতীকে ১৩৮ ভোট ও একরামূল হক চশমা প্রতীকে ১৪৫ ভোট নির্বাচিত হয়।
English translation:
President Naju and secretary Alam in the election of bus-minibus workers union in Rajarhat
Prahlad Mandal Saikot:
Kurigram Bus Minibus Workers Union Rajarhat Sub Committee Triennial Election has been completed. On Saturday (April 1) voting was conducted continuously from 9 am to 4 pm. 282 out of 300 workers exercised their right to vote in the election.
The presiding officer was Md Hasan Ali, President of Kurigram District Bus-Minibus Workers’ Union and the co-presiding officers were Acting General Secretary Rostam Ali and Alam Mia.
After nearly 3 hours of counting of votes, Nazmul Huda was elected as the president by getting 176 votes in the Naju minibus symbol. Its closest rival Akbar Ali got 100 votes on the cow cart symbol.
Alam Mia was elected as General Secretary and got 147 votes on the umbrella symbol. Its closest rival Nuruzzaman Bablu got 123 votes on the Kals symbol.
Besides, Aminur Rahman tire symbol 169 votes for the post of vice president, Rezaul Karim Reza 155 votes for the table clock symbol for the post of general editor, Mominul Islam Momin 102 votes for the fan symbol for the post of organizing secretary, Rajiv Hossain Tarek for the road secretary 203 votes for the tubeil symbol, office secretary Md. : Abdul Motaleb got 150 votes on the table symbol, Md Yasin Ali 177 votes on the pineapple symbol, Executive President Hafizur Rahman 117 votes on the water bottle symbol, Shanto Kumar Singh 138 votes on the mango symbol and Ekramul Haque 145 votes on the glasses symbol.