বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ৪ শিশুর মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার রাজারহাটে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মানববন্ধন রাজারহাটে নিখোঁজ মাছ শিকারীর লাশ উদ্ধার কুড়িগ্রামে ঘন ঘন লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত নাগেশ্বরীতে নদীতে গোসলে নেমে ভাই-বোনসহ ৪ শিশু নিখোঁজ শ্রীবরদীতে শিক্ষককে হত্যা, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ছাত্র আন্দোলনে নিহত ৭০০, আহত ১৯ হাজার জানালো বাংলাদেশের স্বাস্থ্য সচিব রুপপুর প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি, দাবি রাশিয়ার হাটবাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থী-বিএনপি সংঘর্ষ, আহত ৩০ ‘রাস্তায় হাঁটতে গেলে বন্ধুরা আলো আসবেই বলে অপমান করে’

মস্কো এক্সচেঞ্জে ডলার-ইউরো বেচাকেনা বন্ধ

রিপোর্টারের নাম / ৪৫ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রাবাজার মস্কো এক্সচেঞ্জ ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করে দিয়েছে। এর আগের দিনে যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দেয়। এরপরই এ পদক্ষেপ নিল রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে সর্বশেষ এসব নিষেধাজ্ঞা দেয়া হয়।

বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, মস্কো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি কেবল রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রাবাজারই নয়, বরং একইসঙ্গে মস্কো এক্সচেঞ্জ বৈদেশিক মুদ্রা লেনদেনের নিকাশঘর হিসেবেও কাজ করে। সে কারণে মার্কিন নিষেধাজ্ঞাকে একটি বড় আর্থিক শাস্তি হিসেবে দেখা হচ্ছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।-খবর তোলপাড় ।

বুধবার সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, মস্কো এক্সচেঞ্জ গ্রুপের বিপক্ষে নেয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে মার্কিন ডলার ও ইউরোভিত্তিক সম্পদের লেনদেন ও নিষ্পত্তি স্থগিত থাকবে।

সোভিয়েত ইউনিয়নের পতনের পরের তিন দশকে দেশটির মুদ্রা রুবলের অনেকবার অবমূল্যায়ন হয়েছে। এ নিয়ে রুশ সমাজে ভয় রয়েছে। ফলে অনেক রুশ নাগরিক পশ্চিমা মুদ্রায় তাদের অর্থ সঞ্চয় করতে পছন্দ করেন। আর অর্থনৈতিক সংকটের সময় তারা রুবল বিক্রি করে দেন। সোভিয়েত আমলে মুদ্রার একটি কালোবাজার গড়ে উঠেছিল। রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক যে বিনিময় হার ঠিক করে দেয়া হতো, তার সঙ্গে ওই বাজারের দামের আকাশ–পাতাল পার্থক্য থাকত।

এদিকে, নতুন দফার নিষেধাজ্ঞার পর বুধবার সন্ধ্যায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক খুব দ্রুত এই পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেয়। ব্যাংকের বিবৃতিতে বলা হয়, যেকোনো কোম্পানি বা ব্যক্তি রাশিয়ার ব্যাংকের মাধ্যমে মার্কিন ডলার ও ইউরো কিনতে বা বিক্রি করতে পারবেন। নিজস্ব হিসাবে যদি কারও ডলার থাকে, তাহলে তা নিরাপদ থাকবে।

রুশরা অবশ্য মস্কো এক্সচেঞ্জের আওতার বাইরের যেকোনো ব্যবস্থা ব্যবহার করে ডলার ও ইউরো কেনাবেচা করতে পারবেন। তবে এতে করে তারল্যের ঘাটতি এবং দামের খুব বেশি হেরফের হতে পারে।

মস্কো এক্সচেঞ্জে যত বিদেশি মুদ্রার লেনদেন হয়, তার বেশির ভাগই চীনা মুদ্রা ইউয়ান।

নিষেধাজ্ঞা দেয়ার পরপরই কেউ কেউ প্রতি ডলারের দাম ২০০ রুবল পর্যন্ত উঠিয়েছিল। নিষেধাজ্ঞা ঘোষণার আগে বুধবার রুশ কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলারের দাম ৮৯ রুবলে নির্ধারণ করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর