ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সাভার সরকারি কলেজ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোঃ নাঈম খান

বিপুল চন্দ্র রায়:
সাভার সরকারি কলেজ মুক্তিযুদ্ধ মঞ্চ এর পক্ষ থেকে সকল মুসলমান ভাই-বোনদের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী সহ সাভার আশুলীয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাভার সরকারি কলেজ মুক্তিযুদ্ধ মঞ্চ এর সংগ্রামী সভাপতি মোঃ নাঈম খান।
তিনি বলেন, এই আনন্দঘন উপলক্ষে আমি বাংলাদেশের মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মুহূর্ত যেন আনন্দে ভরে উঠে সকল মুসলমানদের হৃদয়ে। শ্বাশত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।তিনি আরো বলেন, আসুন আমরা অহমিকা, হিংসা, বিদ্বেষ ভুলে আন্তরিক সম্প্রতির বন্ধনে আবদ্ধ থাকি সবাই। এই কামনা করে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক!