বলিউডের প্রবীন অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। ‘থ্রি ইডিয়টস’-এর বিখ্যাত সংলাপ ‘আরে, কেহনা ক্যা চাহতে হো’-র জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
অভিনেতা সোমবার (১৮ আগস্ট) মহারাষ্ট্রের ঠানের জুপিটার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কয়েক দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। মঙ্গলবার ঠানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার।-বিনোদন তোলপাড়।
চার দশকেরও বেশি সময় ধরে অচ্যুত পোতদার হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। তিনি ১২৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যেগুলো বেশিরভাগ বাণিজ্যিকভাবে সফল ও সমালোচক প্রশংসিত।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আক্রোশ’, ‘আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধসত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টেলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’, ‘ভেন্টিলেটর’ এবং ‘ভূতনাথ’, ‘চমৎকার’, ‘ফেরারি কা সওয়ারি’, ‘দামিনী’।
আমির খানের ‘থ্রি ইডিয়টস’-এ কঠোর ও একরোখা অধ্যাপকের ভূমিকায় তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল।
টেলিভিশনে তিনি ‘ভারত এক খোঁজ’, ‘অল দ্য বেস্ট’, ‘প্রধানমন্ত্রী’, ‘আহত’, ‘আগলে জনম মোহে বেটিয়া হি কিজো’, ‘অমিতা কা অমিত’, ‘মিসেস তেন্ডুলকর’, ‘মাঝা হোশিল না’ প্রভৃতিতে অভিনয় করেছেন।
অভিনয় শুরু করার আগে তিনি অধ্যাপক ছিলেন এবং ভারতীয় সেনাবাহিনীতেও দায়িত্ব পালন করেছেন। ১৯৬৭ সালে ক্যাপ্টেন হিসেবে অবসর নেন। ৪৪ বছর বয়সে অভিনয়ের প্রতি তীব্র আগ্রহ থেকে তিনি বলিউডে প্রবেশ করেন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com