কলকাতায় নিখোঁজ বাংলাদেশি যুবক

চিকিৎসা করানোর কথা বলে এক মাস আগে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এই ঘটনা দেশ-বিদেশে তুমুল আলোচনা তৈরি করে। এখনো এর রেশ কাটেনি। এরইমধ্যে কলকাতায় আরেক বাংলাদেশি যুবক নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।
আনন্দবাজারের খবরে বলা হয়, নিখোঁজ যুবকের নাম দেলওয়ার হোসেন (২৩)। চিকিৎসা করাতে কয়েক দিন আগেই কলকাতায় গিয়েছিলেন সেই যুবক। ছিলেন মির্জা গালিব স্ট্রিটের এক হোটেলে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকেই তিনি নিখোঁজ। এরপর পুরো বিষয়টি নিয়ে পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হয় হোটেল কর্তৃপক্ষ।-খবর তোলপাড় ।
হোটেলসূত্রে জানা গেছে, চেক আউট না করেই ওই যুবক হোটেল থেকে বেরিয়ে যান। যুবকের বাংলাদেশ ফিরে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী কর্মকর্তারা।
কলকাতার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থাটি লিখেছে, চিকিৎসার জন্য আসা ওই তরুণ শহরের মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে থাকছিলেন। নিখোঁজ দেলোয়ারের বাড়ি কোথায়, কবে কলকাতায় গেছেন, সেসব বিষয়ে বিস্তারিত জানায়নি পিটিআই।