শিরোনাম
ঈদ নয় গরীবের জন্য
—-ফারুক আহম্মেদ জীবন
ও ভাই, অল্প টাকায় কেনা যায় না
আজ আর কোন পণ্য
তাই, ঈদের খুশি নেই আর এখন
গরীব দুঃখীর জন্য।।
এখন, ঈদ আনন্দ কলল শুধু
ধনী লোকের জন্য।।
যাদের আছে অনেক টাকা কোড়ি
তারাই কিনবে গহনা শাড়ি,
তারাশ নতুন পাঞ্জাবি পায়জামা পরে
চড়বে ঈদে দামী গাড়ি।।
এই ঈদ আনন্দে ভাসবে তারা
জীবন তাদের ধন্য।।
যারাই, আছে গরীব দুঃখী জনা
কোন, নেই ঘরেতে অন্ন দানা,
বলো না, সাধ্য কি আর হবে তাদের
বেশী দামের পোশাক কেনা?
বলো, কেমন করে কিনবে তারা?
পকেট তাদের শূন্য।।
যতো, ধনীরা খুঁজবে ধনী বন্ধু
যাদের আছে টাকার সিন্ধু,
কোন, গরীবের তারা খবর কি নেই
বলো, কখনো এক বিন্দু?
কোন, অভাবি অসহায়দের তারা
করেনা কখনো গণ্য।।
তাং-২১/৬/২০২৪/ইং
নারাংগালী ঝিকরগাছা যশোর বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর