বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

বিএনপির অবস্থান কর্মসূচিতে যুবলীগের হামলা: আহত কমপক্ষে ১৫

সংবাদদাতা, বেনাপোল:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেনাপুলের শার্শা উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে যুবলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার (৮ এপ্রিল) দুপুরের পর শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে যুবলীগের কতিপয় নেতাকর্মীর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এসময় হামলাকারীরা অফিসের চেয়ার-বেঞ্চ ভাঙচুর করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে খবর পেয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা নেতৃবৃন্দ শার্শা হাসপাতালে আহত নেতাকমীর্দের দেখতে ছুটে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য সাথে করে যশোর নিয়ে যান।

উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহির জানান, আমরা প্রশাসনের সাথে কথা বলে আমাদের কেন্দ্রীয়
কর্মসূচি পালন করছিলাম। কর্মসূচিতে তৃপ্তি ভাইসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিল। অতর্কিত ১০/১৫ জনের একদল
যুবলীগ নেতাকমী লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমাকেসহ আমাদের নেতৃবৃন্দকে এলোপাথারি
মারপিটে আহত করে চলে যায়। পরে আমাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহেদুজ্জামান জানান, আমাদের দলের কোনো নেতাকমী এ হামলার সাথে জড়িত
নেই। নিজেদের দলীয় কোন্দলে তারাই হামলার শিকার হয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়