রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) মানবসেবা ডায়াগোনস্টিক সেন্টার শেরপুরের সৌজন্যে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সার্বিক সহযোগিতায় কুড়িকাহনিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসায় সকালে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল ইসলাম।
কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল এরশাদ আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এফ.এম মফিদুল ইসলামসহ কুড়িকাহনিয়া ইউনিয়ন জামায়াতের সর্বস্তরের নেতৃবৃন্দ। এময় অধ্যাপক ডা. মো: মোস্তফা তারিকুজ্জামানের নেতৃত্বে পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com