
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে আনিছুর রহমান (৩৫) নামে এক নৈশ প্রহরি গত ২০ অক্টোবর স্কুল থেকে নিখোঁজ হন। এরপর ২১অক্টাবর তার মৃতদেহ পাওয়া যায় রংপুরে। রহস্যজনক এ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারসহ বিচারের দাবিতে রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মাঠে মানববন্ধন করেছে এলাকার শতশত নারী ও পুরুষ।
জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে অবস্থিত লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরি হিসেবে কর্মরত আনিছুর রহমানকে অজ্ঞাত দৃষ্কৃতকারীরা অপহরণ করে হত্যা করে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার হত্যাকারীকে সনাক্ত ও গ্রেফতার করতে না পারায় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আনিছুর রহমানের স্ত্রী আরফাতুন নাহার, নিহতের মা রাহেলা বেগম, লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক, সহকর্মী শিক্ষক আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বজলু মিয়া, সুরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, নিখোঁজ আনিছুরকে পরিকল্পিতভাবে রংপুরে নিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা।
নিহতের স্ত্রী আরফাতুন নাহার দাবি করেন, আমার স্বামীর হত্যায় স্কুলের প্রধান শিক্ষক ও অফিস সহকারী জড়িত আছে। তাদেরকে গ্রেফতার করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে। আমি হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি চাই।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবউল্লাহ জানান, নৈশ প্রহরির মৃতদেহ রংপুরে পাওয়া গেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com