টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কে-কার মুখোমুখি
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। এবার দলগুলোর সামনে শেষ চারের বাধা কাটিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নেয়ার মিশন। মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শেষ হয় সুপার এইট পর্বের লড়াই। একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সেমির লড়াই। বিশ্বমঞ্চে প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার (২৭ জুন) মাঠে নামবে আফগানিস্তান। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।-খবর তোলপাড় ।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। একইদিন রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। এ ছাড়া আগামী ২৯ জুন ফাইনালে শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে দুই সেমিফাইনালের বিজয়ী দল।
সেমিফাইনালের সূচি:
প্রথম সেমিফাইনাল
দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান,
তারিখ: বুধবার, ২৭ জুন (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিট),
ভেন্যু: ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
দ্বিতীয় সেমিফাইনাল
ভারত বনাম ইংল্যান্ড,
তারিখ: বৃহস্পতিবার, ২৭ জুন (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট),
ভেন্যু: গায়ানা জাতীয় স্টেডিয়াম, গায়ানা।