রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

এখন আমি অনেক শান্তিতে আছি জানালো জেনিফার লরেন্স

প্রকাশের সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন, সিনেমা প্রচারের সময় মিডিয়ার সঙ্গে কথা বলতে এখন আর স্বস্তি পান না তিনি। ১৫ বছর ধরে ট্যাবলয়েডের প্রিয়মুখ থাকলেও বিষয়টি এখন তিনি মনে করেন ‘অভিনয় জীবনের ওপর বাড়তি চাপ’।-বিনোদন তোলপাড়।

দ্য নিউইয়র্কারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম দিকে আমার খোলামেলা আচরণ সবাই পছন্দ করত, কিন্তু পরে অনেকেই ভাবতে শুরু করেছিল-সবটাই অভিনয়!’ লরেন্স জানান, সেই সময়ের নিজের পুরোনো সাক্ষাৎকারগুলো এখন তার কাছে বিব্রতকর মনে হয়। যা নিয়ে জেনিফার আরও বলেন, ‘ওগুলো আসলে আমার আত্মরক্ষার উপায় ছিল। আমি দেখাতে চেয়েছিলাম, আমি সাধারণ একজন মানুষ।’

একপর্যায়ে নিরন্তর আলোচনায় থাকার ক্লান্তি থেকেই তিনি হলিউড থেকে বিরতি নেন। ছয় বছরে ১৬টি সিনেমায় কাজ করার পর দুই বছরের জন্য অভিনয়জগৎ থেকে দূরে থাকেন। দীর্ঘ বিরতির পর তিনি আবারও আলোচনায় ফিরেছেন ‘ডাই মাই লাভ’ সিনেমার মাধ্যমে। লিন রামসে পরিচালিত এই সাইকোড্রামায় তার সহশিল্পী রবার্ট প্যাটিনসন। সিনেমাটি এ বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় এবং মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। সবশেষ লরেন্স বলেন, ‘এখন আমি অনেক শান্তিতে আছি। খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর