প্রহলাদ মন্ডল সৈকত:
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম সদর-রাজারহাট-ফুলবাড়ী নিয়ে গঠিত কুড়িগ্রাম-২ আসনে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের ফরেন এ্যাফেয়ার্স সদস্য জননেতা তাসভীর উল ইসলাম ও চিলমারী-রৌমারী-রাজিবপুর নিয়ে গঠিত কুড়িগ্রাম ৪ আসনে রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান।
প্রার্থী ঘোষণা করার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৫ ঘণ্টা চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করার বিষয়ে আলোচনা হয়। এ বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
এদিকে কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষনা করায় আসনগুলোতে দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎফুল্লতার সৃষ্টি হয়েছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com