নুর ই আল শাহাত চৌধুরী
আমি কারো কবিতার শেষ লাইন হতে আসিনি
আমি তো এসেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে,
যাতে অসহায় মানুষগুলো একটু হাসতে পারে।
আমি কারো গল্পের নায়ক হতে আসেনি
আমি এসেছি ওই রাস্তায় পরে থাকা
ছেলেটার পাশে দাঁড়াতে এসেছি
যাতে তার দুঃখগুলো দুর হয়।
আমি তো এসেছি অট্টালিকার ঘর থেকে বের হয়ে
ওই অসহায় মায়ের কুঁড়ে ঘরে
যার কাছে আছে শুধু ভালোবাসা।
যারা একবার আমাকে ভাই বলে দিয়েছিলো ডাক
আজ আমি তাদের পাশে এসেছি দাঁড়াতে ।
আমাকে আপন করে যারা দিয়েছিলো একটু ঠাঁই
আমি কেমন করে তাদের কে ভুলে যাই,
তাই ছুটে এসেছি তাদের পাশে দাঁড়াতে।
আমি তো ওই সন্তান হারা মাকে দিয়েছিলাম কথা
তার বিপদে এসে দাড়াবো আমি।
কথা দিয়েছিলাম ওই এতিম হওয়া শিশুটাকে
তাকে সুশিক্ষায় শিক্ষিত করবো বলে।
আমার জন্য অপেক্ষা করে আছে
মাষ্টার বাড়ির বড় ভাবি টা
তার ছেলে টাকে নিয়ে গিয়ে
উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো বলে,
তাই তো আমি ছুটে এসেছি তাদের কাছে।
আমি কারো প্রেমিক হতে আসেনি
আমি এসেছি আমার কথা রাখতে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com