রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

রাজারহাটে বাল্য বিবাহ ও জোর পূর্বক বিবাহ বন্ধে স্থানীয় সরকারের সাথে যুব নেতাদের সংলাপ

প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

রাজারহাটে বাল্য বিবাহ ও জোর পূবক বিবাহ বন্ধে স্থানীয় সরকারের(ইউপি) উদ্যোগ, পরিকল্পনা এবং বাজেট পদ্ধতি ও বিশ্লেষণ করার দক্ষতা উন্নয়ন বিষয়ক যুব নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।

রোববার(৯নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার এসএম হাবিবুর রহমান। এসময় আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের টেকনিক্যাল অফিসার লিড(টিওলিড) আ. মমিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, প্রেসক্লাব রাজারহাট;র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, নাজিমখান ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ারুল হক, উমরমজিদ ইউপি প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন, ফ্যাসিলিটেটর বিবেকানন্দ বিশ্বাস, নজরুল ইসলাম ও নাসরিন আক্তার, উপজেলা যুব প্লাটফর্ম সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক জিহাদ হাসান প্রমূখ।

বক্তরা শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন ও বাল্য বিবাহ ও জোর পূর্বক বিবাহ বন্ধে করনীয় সম্পর্কে আলোচনা করেন। তারা এই সংলাপের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধনের ওয়েবপোর্টাল আপডেট ও সক্রিয় রাখতে সংশ্লিষ্ট দপ্তরের নিকট জোর দাবী জানান।

সংলাপে রাজারহাট উপজেলার সাত ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর