রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

রাজারহাটে খেলার মাঠ রক্ষায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সংবাদদাতা, রাজারহাট(কুড়িগ্রাম):

মঙ্গলবার(১২নভেম্বর) বিকাল ৪টায় কুড়িগ্রামের রাজারহাটে ছিনাই ইউনিয়নের পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুলের মাঠ রক্ষা করতে শিক্ষার্থী ও এলাকাবাসীরা ওই মাঠে মানববন্ধন করেছেন।

মানববন্ধনকারীরা জানান, কুড়িগ্রামের রাজারহাটে ছিনাই ইউনিয়নের পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে অযাচিত বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রকল্পের কাজ শুরু হবে। এতে করে স্কুলের পুরো খেলার মাঠ নষ্ট হয়ে যাবে। যা তরুণ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রতিদিন বিকেলে ৫০ জনের মতো তরুণ এই মাঠে খেলাধুলা প্রাকটিস করে। আশেপাশের চার গ্রাম মিলে এই একটি মাত্র খেলার মাঠ। এই মাঠে অযাচিত বিল্ডিং হলে তরুণ প্রজন্ম নেশা কিংবা অনলাইন জুয়ায় আসক্ত হ‌ওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবিষয়ে গ্রামবাসীর ভাষ্য হচ্ছে বিল্ডিং যেন না হয়। এটার প্রয়োজন নেই‌।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুহাম্মদ তোফায়েল আহমেদ, সবেক আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট। তিনি বলেন, খেলার মাঠ নষ্ট হ‌ওয়ার অর্থ তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া। আমাদের স্লোগান হলো – মাদক ছেড়ে খেলায় চল। কিন্তু খেলার জন্য মাঠ‌‌ই যদি না থাকে, তাহলে তারা কোথায় যাবে? খেলবে নাকি সিগারেট খাবে? তিনি তার বক্তব্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন, যেন এই শেল্টার প্রকল্পটি অন্য কোথাও প্রতিস্থাপন করা হয়। মাঠ রক্ষার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রত্যুষ বসুনিয়া, মেহেদী হাসান জীবন, মিলন মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর