রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

পিআইডি, রংপুর :

রংপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ে পাঁচ দিনব্যাপী (০৯ই নভেম্বর থেকে ১৩ই নভেম্বর, ২০২৫) শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) বিকালে রংপুর বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (৫ম ব্যাচ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ এহেছানুল হক।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্ষুদ্র, ছোটো ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে বিসিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করছে। তিনি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে উদ্যোক্তাদের আরও উৎসাহী হতে হবে, যা পণ্য ও সেবার উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়াও নারী উদ্যোক্তা উন্নয়নেও বিসিক বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে সরকার এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা করছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে উদ্যোক্তারা তাদের ব্যবসা আরো সম্প্রসারিত করতে পারছেন। এজন্য তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের সফল উদ্যোক্তার গুণাবলি, নতুন ধারণা চিহ্নিতকরণ, ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং, SWOT Analysis, প্রোডাকশন ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং, প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন, ব্যাংক ঋণপ্রাপ্তি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিসিকের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর