রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে হাতিয়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে হাতিয়া উপজেলা প্রশাসন ও হাতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে হাতিয়া গণহত্যা দিবস উপলকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, হাতিয়া ইউনিয়ন শাখা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বাতেন, উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়ক সাখাওয়াত হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের এই দিনে স্থানীয় রাজাকার আল বদরের সহযোগিতায় পাকিস্থানী হানাদার বাহিনীরা উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের ১৫টি গ্রামের ৬৯৭জন নিরীহ গ্রামবাসীকে দাঁগারকুটি গ্রামে জড়ো করে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। পুড়িয়ে দেয়া হয় গ্রামের পর গ্রাম, ওই সময় ধর্ষিত হয় বহু নারী। বিধবা হয় শতাধিক গৃহবধূ। স্বাধীনতার পর থেকে স্থানীয়ভাবে ১৩ নভেম্বর হাতিয়া গণহত্যা দিবস পালন হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর