রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

দেশের অর্ধেকই নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন চিন্তা ভুল জানালো বাংলাদেশের সেনাপ্রধান

প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে।”-খবর তোলপাড়।

ওয়াকার-উজ-জামান বলেন, “ভাল মানুষ হতে হবে, নীতি-নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারী ক্ষমতায়ন চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।”

এ সময় সেনাপ্রধান প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, “পূর্বসুরীদের মত দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক, জয়পুরহাট এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর