রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সমাজ বিনির্মাণে কবি-লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা

প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

হুমায়ুন কবির:

কুড়িগ্রামে ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিচারক (জেলা ও দায়রা জজ) এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেন কুড়িগ্রাম সাহিত্য পরিষদ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর (অব.) ড. গাজী রহমান ডি.লিট।

তিনি বলেন, সমাজকে মানবিক, নৈতিক ও সচেতন পথে এগিয়ে নিতে সাহিত্য ও সাহিত্যের স্রষ্টাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় কবি ও ছড়াকার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন, কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. বজলুর রশিদ, কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ ফখরুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক মোঃ আবু জোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিন, কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বেগম ফরিদা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা বলেন, সাহিত্য সমাজের চেতনাকে জাগ্রত করে, মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সামাজিক পরিবর্তনের পথ দেখায়। তারা লেখকদের সৃজনশীল কাজে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্য, শিক্ষা ও আইন পেশার বিশিষ্ট ব্যক্তিরা সমাজ নির্মাণে সৃজনশীল লেখালেখির গুরুত্ব তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর