
জেলা সংবাদদাতা, পঞ্চগড় :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী এস. এম. আসাদুল্লাহ (শিশির আসাদ) পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) সংসদীয় আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম ক্রয় করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর শিশির আসাদ বলেন, “অনেকে বলে আমরা নাকি মেম্বার ইলেকশনেও জিতব না। তাদেরকে পরিষ্কার বলতে চাই—আজকে পঞ্চগড়-০২ আসনের মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে আসনটি এনসিপির হয়ে যাওয়াটা অনিবার্য। এই আসন পরিবর্তনের পথে, মানুষ পরিবর্তন চায়, আর আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন,
“এনসিপি জনগণের পাশে থেকে রাজনীতি করতে চায়। উন্নয়ন, সুশাসন আর মানুষের অধিকার—এই তিনটিই আমাদের মূল অঙ্গীকার। পঞ্চগড়-০২ আসনের মানুষ অন্যায়-অবিচার ও বিভক্তির রাজনীতি চায় না। তারা চায় নতুন নেতৃত্ব, নতুন ধারা, নতুন আশার সূচনা।”
পঞ্চগড়-২ আসন জাতীয় সংসদের ০২ নম্বর আসন, যা বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ফরহাদ হোসেন আজাদ, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন সফিউল্লাহ সুফি।
মনোনয়ন ফরম তোলার সময় স্থানীয় এনসিপি নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী জনাব হাবিবুর রহমান হাবিব। সবাই শিশির আসাদের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করে আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে সর্বাত্মক ভূমিকার অঙ্গীকার করেন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com