ফেনীতে টাইফয়েড টিকা পেলো ৪ লাখ ২২ হাজার শিশু
কামরুল হাসান লিটন, ফেনী :
ফেনীতে ৪ লক্ষ ২২ হাজার ৪ শত ৬৭ জন শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা সম্ভব হয়েছে । স্বস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রম শেষ হয় ১৩ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। মাসব্যাপী চলা ক্যাম্পেইনে জেলায় এবার লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানা যায়।
জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা প্রদানের লক্ষে ক্যাম্পেইন কার্যক্রমে জেলায় ৪ লক্ষ ২৫ হাজার ৪ শত ৩৭ জন শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। এরমধ্যে ৪ লক্ষ ২২ হাজার ৪ শত ৬৭ জন শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ। জেলার কমিউনিটি ক্লিনিক গুলিতে ১ লক্ষ ৩০ হাজার ৩ শত ১০ জনকে টিকা দেওয়ার কথা থাকলেও ১ লক্ষ ৩২ হাজার ১ শত ৫৬ জন শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে।
প্রতিদিন গড়ে ৭ হাজার ২ শত ৪৮ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ” আমরা সকলের সহযোগিতায় বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে পুলিশ বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগ, তথ্য বিভাগ, ইসলামিক ফাউণ্ডেশন, সকল উপজেলার ইউএনও ও স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমে ৯৯ শতাংশেরও বেশি লক্ষ্যমাত্রার অর্জন করতে পেরেছি। টাইফয়েড টিকা প্রদানের ফেনী জেলা দেশের ২য় অবস্থানে রয়েছে।









Chief Editor-Dipali Rani Roy