শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
অভিনেত্রী প্রসূন আজাদের বাবা নিখোঁজ রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২০ নড়াইলে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার কুড়িগ্রামে জুলাই-আগস্ট শহীদ স্মরণে- বৃক্ষরোপণ কর্মসূচি ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন তোলপাড় এ তোলপাড় কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কুড়িগ্রামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত কুড়িগ্রামে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত গোপালগঞ্জ হত্যাযজ্ঞের দায়িত্ব নিয়ে ড. ইউনূসের পদত্যাগ করা উচিত? ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত করেছে মার্কিন কৃষি বিভাগ ইমরান খানকে ‘ডেথ’ সেলে রাখা হয়েছে, দাবি পিটিআইয়ের
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

কুড়িগ্রামে ই-কমার্স উদ্দোক্তা প্রদর্শনী

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ইউসুফ আলমগীর:

কুড়িগ্রামে অনলাইন ব্যবসায়ীদের নিয়ে শুরু হয়েছে ‘ই-কমার্স উদ্যোক্তা প্রদশর্নী মেলা’। জেলার প্রান্তিক উদ্যোগতারা কিভাবে তাদের পন্য সারা বাংলাদেশের ক্রেতাদের মাঝে বিক্রি করছেন তা দেখে অনেকই চমৎকৃত হচ্ছেন। অনেকেই আগ্রহী হয়ে উঠছেন এমন ব্যবসায়।

বৃহস্পতিবার কুড়িগ্রাম টাউন পুকুর পার্ক চত্বরে ক্রিশ্চিয়ান-এইডের” অর্থায়নে দিনব্যাপি প্রদর্শনী মেলার আয়োজন করে এইড কুমিল্লা।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আইসিটি অফিসার মোঃ সাইফ বিন হাসান, নাগেশ্বরী উপজেলা আইসিটি অফিসার মো: ইলিয়াস হোসেন এবং চিলমারী উপজেলা আইসিটি অফিসার জোতির্ময় রায়, এইড-কুমিল্লার প্রকল্প ব্যবস্থাপক মোঃ মুরশিদ আলম, আইসিটি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, ফিন্যান্স অফিসার মোঃ শহিদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজিজুল হাসান, চিলমারী উপজেলা কো-অর্ডিনেটর আজিজুল হাসান, উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা: মোর্শেদা খাতুন।

আয়োজকরা জানান, এ প্রদর্শনীর মাধ্যমে বেকার ও তরুণ উদ্দোক্তারা অনলাইনে ব্যবসা সম্পর্কে ধারণা লাভ করেন। এবং নিজেদের লেখা-পড়া, ব্যাবসা ও সংসারের কাজের পাশাপাশি নিজের মত করে আয়ের পাশাপাশি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন।

এইড কুমিল্লা কর্তৃপক্ষ জানান, বর্তমানে নাগেশ্বরীতে ৫০টি এবং চিলমারীতে ২০টি দলের সদস্যদের নিয়ে প্রকল্পটি চলমান রয়েছে ও যার মধ্যে নাগেশ্বরীতে ১৪ জন এবং চিলমারীতে ৭ জন উদ্যোক্তাদের UVCLPDA প্রকল্পের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে, পাশাপাশি অনেক রকম পরামর্শ দেয়া হয় এবং তাদের তৈরি বিভিন্ন রকম পণ্য যেন তারা সহজে বাজারজাত করতে পারেন, সে ব্যাপারে বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ স্থাপন করার কাজ করে যাচ্ছে ।

এ ব্যাপারে কয়েকজন সুবিধাভোগী উদ্যোক্তা বলেন, আগে আমরা ক্ষুদ্র পর্যায়ে পণ্য উৎপাদন করতাম এবং এলাকায় ছোট পর্যায়ে বিক্রি হতো, এইড-কুমিল্লা এনজিওর মাধ্যমে তাদের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এখন আমরা অনেক কিছু শিখেছি এবং ই-কমার্সের মাধ্যমে অনলাইনে ব্যাবসা করছি। তাছাড়া তারা আমাদের ব্যাবসায় আর্থিক সহায়তা করায় আমাদের ব্যাবসার পরিধি এবং আয় বৃদ্ধি পেয়েছে যার ফলে আমরা পরিবারের মাঝেও আর্থিক কিছু সহায়তা করতে পারছি। আমরা এখন সবাই ফেসবুকে পেজে নিজের তৈরি করা পণ্য পোস্ট করে খুব সহজে সবার হাতে পৌঁছে দিতে পারছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর