ফেনীতে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কামরুল হাসান লিটন, ফেনী :
‘সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে সুজন- সুশাসনের জন্য নাগরিকের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ নভেম্বর) বিকালে শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুপ,ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি আবু তাহের, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সাঈদ,জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল ফেনী জেলা শাখার সভাপতি হীরালাল চক্রবর্তী ,এবি পার্টির জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক,এনসিপির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক,ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, দ্যা হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক কো-অর্ডিনেটর রাসেল আহমেদ,সুজন জেলা কমিটির যুগ্ম সম্পাদক কবি ইকবাল চৌধুরী,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন,ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আনোয়ার,ভাসানী পরিষদের সভাপতি এডভোকেট সমির কর, সুজন ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান লিটন,পরশুরাম উপজেলা শাখার সভাপতি ইউছুপ বকুল ও ফেনী পৌর শাখার সভাপতি জাহিদ হোসেন বাবলু।
সুজন ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন,“পতিত স্বৈরাচার আবার বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুইদিন আগে লকডাউনের নামে গাড়ীতে আগুন দিয়েছে। আগুন সন্ত্রাসীদের আনেকেই গ্রেফতার করা হয়েছে । স্বৈরাচাররা গত ১৭ বছর হাজার হাজার মানুষকে হত্যা করছে। সরকার পতনের একদিন আগে আমাদের ফেনীতে ১৪ জনকে গুলি করে হত্যা করেছে। পরদিনই দেশে বাহিরে পালিয়ে গেছে । মানুষ রক্তের বিনিময়ে তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু তারা এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে কিভাবে দেশকে ধ্বংস করা যায়। আমাদেরকে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এদেশে আর কোন স্বৈরাচারকে আসতে দেওয়া হবে না।”
তিনি আরো বলেন,“৭১ সালে যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করা হয়েছিল সে উদ্দেশ্য এখন পর্যন্ত সফল হয়নি। এখনো দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। বিগত ৫৪ বছর বহু সরকার আসছে গেছে, কিন্তু তারা কিছুই পাইনি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেখানে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। আমার দৃঢ বিশ্বাস,এমন সরকার প্রতিষ্ঠা হবে যে সরকার জনগণের অধিকার ফিরিয়ে আনবে।”
প্রফেসর তায়বুল হক বলেন,“আমরা বার আশাহত হই। সরকার যায়,সরকার আসে কিন্তু আমরা যে আশায় রক্ত দিই তা আর পূরণ হয় না। আমরা একাত্তরে দিয়েছি। কিন্তু ৫৪ বছরে কিছু পাইনি। গত ১৭ বছর মানুষ ছিল,কিন্তু কথা বলার স্বাধীনতা ছিল না। মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। গত বছরের জুলাইয়ে আমরা মানুষের ক্রোধ দেখলাম মানুষ কি করতে পারে। তো আমরা চাই, আর যেন জুলাই নেমে না আসে। যারাই আসুক তারা যেন আবার পূর্বের মত না হয়। আমরা চাই আমাদের যেন বার বার রক্ত দেওয়া না দিতে হয়।”
আলোচনা সভার পূর্বে ফেনী শহীদ মিনারে বেলুন উঠিয়ে শোভাযাত্রা করা সভাস্থলে এসে শেষ হয়।









Chief Editor-Dipali Rani Roy