শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

এইচএসসি আলিম ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

২০২৫ সালের এইচএসসি আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড। রোববার ১৬ নভেম্বর সকাল ১০টায় সাধারণ, মাদরাসা ও কারিগরি—এই তিন ধারার মোট ১১টি বোর্ড তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ করে। যেসব নম্বর থেকে আবেদন করা হয়েছিল, সেই নম্বরেও এসএমএস পৌঁছে দেওয়া হচ্ছে বলে বোর্ডগুলো জানিয়েছে।-খবর তোলপাড়।

ফল প্রকাশের আগের দিন বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে নির্ধারিত সময় অনুযায়ী রোববার সকালেই সংশোধিত নম্বর অনলাইনে তুলে দেওয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, শিক্ষার্থীদের প্রতিটি আবেদন সতর্কভাবে যাচাই করা হয়েছে। তাঁর ভাষায়, পুনঃনিরীক্ষণের প্রতিটি খাতা মনোযোগ দিয়ে পরীক্ষা করা হয়েছে এবং আবেদনকারীরা ওয়েবসাইট ও এসএমএস—দু’ভাবে ফল জানতে পারবেন।

বোর্ড–সংশ্লিষ্ট সূত্র বলছে, এবার পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা বোর্ডে। সবচেয়ে কম বরিশাল বোর্ডে। ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়দুটিতেই আবেদন ছিল সর্বাধিক। ১৬ অক্টোবর মূল ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আবেদন গ্রহণ করা হয় এবং প্রতি বিষয়ে ফি ছিল ১৫০ টাকা।

২০২৫ সালের মূল ফল অনুযায়ী ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, যা ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন, হার ৪১ দশমিক ১৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ, ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং জিপিএ পাঁচ পাওয়ার সংখ্যাও কমেছে বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডও জানিয়েছে যে আলিম ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল একই সময় সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের মোবাইল নম্বরে ফল পাঠানো শুরু হয়েছে। বোর্ডগুলো জানিয়েছে, ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে এবং যেকোনো প্রযুক্তিগত সমস্যায় হেল্পডেস্ক সহায়তা দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর