সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন
নিজের স্বার্থ হাছিল করতে,
হচ্ছে আপনজন স্বার্থপর।
স্বার্থের লোভে প্রিয়জনেরা,
হচ্ছে যে সবাই বাটপার।
বাহির হতে দেখলে পরে,
যায় না বোঝা কভু তারে।
গায়ে লেবাস মাথায় টুপি,
মিথ্যা কথার হাড়ি হাড়ি।
ভিতরে ভিতরে বাটপারি,
নিজেকে ভাবে নেতা আমি।
মিষ্টি মিষ্টি কথা বলে,
নিজের স্বার্থ হাছিল করে।
অন্যায়কে প্রশ্রয় দিয়েই,
করছে তাঁরা বাটপারি।
নিজের স্বার্থ কে হাছিল করতে,
হচ্ছে সবাই আজ স্বার্থপর।