শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

ভাড়া বাসার বাথরুম থেকে নারী প্রভাষকের লাশ উদ্ধার

প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সংবাদদাতা,বগুড়া:

বগুড়া শহরের চক ফরিদ এলাকার একটি ভাড়া বাসা থেকে ফাবিয়া তাসনিম সিধি (২৯) নামে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের এক নারী প্রভাষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান জানান, নিহত ফাবিয়া তাসনিম প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেড় বছর আগে তিনি কলেজে যোগ দিয়েছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ না হওয়ায় রাত ১০টার দিকে তার মা বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করেও দরজা খোলেননি। পরে পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে বাথরুম থেকে লাশ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহতের নাক দিয়ে রক্ত ঝরছিল, মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল এবং জিহ্বায় দাঁতের কামড়ের দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর