শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

ভারতে বৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া

প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুণ্ডনকুলম নির্মাণে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তামিলনাড়ুর কুণ্ডনকুলমে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রটি ছয়টি রিঅ্যাক্টর নিয়ে গঠিত, যার মোট উৎপাদন ক্ষমতা হবে ছয় হাজার মেগাওয়াট।-খবর তোলপাড়।

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমরা কুণ্ডনকুলম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক প্রকল্প বাস্তবায়ন করছি। এই ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে দুটি ইতোমধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে, এবং বাকি চারটির নির্মাণকাজ চলছে। সম্পূর্ণরূপে চালু হলে এটি ভারতের জ্বালানি চাহিদা পূরণে বিশাল অবদান রাখবে।’

এর আগে বৃহস্পতিবার ভারতের ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও পুতিন একই তথ্য জানান। দুইদিনের সরকারি সফরে ভারতে আসার সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি। সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে বিস্তারিত আলোচনা হয়। শুক্রবার রাতে রাশিয়া ত্যাগ করেন পুতিন।

পুতিন জানান, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম ইতোমধ্যে কুণ্ডনকুলম বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় রিঅ্যাক্টরের জন্য প্রথম চালানের পারমাণবিক জ্বালানি সরবরাহ করেছে। এই জ্বালানি রাশিয়ার নোভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্টে উৎপাদিত হয়েছে এবং কার্গো বিমানে পাঠানো হয়েছে।

২০২৪ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ রিঅ্যাক্টরের পুরো কার্যকালজুড়ে রাশিয়া জ্বালানি সরবরাহ করবে। এই চুক্তির আওতায় মোট সাতটি ফ্লাইটে জ্বালানি পরিবহন করা হবে।

পুতিন আরও জানান, ‘ভবিষ্যতে ভারত-রাশিয়া যৌথভাবে ছোট আকারের স্মল মডুলার রিঅ্যাক্টর, ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং চিকিৎসা ও কৃষিখাতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার নিয়ে সহযোগিতা বাড়াতে পারে।’ তিনি বলেন, ‘রাশিয়া ভারতের জন্য নিরবচ্ছিন্নভাবে তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য জ্বালানি সরবরাহে নির্ভরযোগ্য অংশীদার, যা দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এছাড়া, চলতি বছরের শুরুতে ভারত ঘোষণা করেছে, তারা ২০৭০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে, যা বর্তমান সক্ষমতার তুলনায় প্রায় ১০ গুণ বেশি। এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে বড় প্রকল্পের পাশাপাশি ছোট আকারের চুল্লিগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ভারত সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর