শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

জবি’র ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনে লড়বেন ৭১ পরীক্ষার্থী

প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সংবাদদাতা, জবি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। মোট ২,৮১৫টি আসনের বিপরীতে এক লাখ ৯৯ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতিটি আসনের জন্য গড়ে ৭১ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াসউদ্দিন আজ শনিবার (৬ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি আবেদন অনলাইনের মাধ্যমে গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত গ্রহণ করা হয়। আবেদন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd) এর মাধ্যমে।

ভর্তি পরীক্ষার সময়সূচি:

ই ইউনিট (চারুকলা): ১৩ ডিসেম্বর, বিকেল ৩টা থেকে ৪.৩০টা পর্যন্ত; এ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স): ২৬ ডিসেম্বর, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত; সি ইউনিট (ব্যবসায় শিক্ষা): ২৭ ডিসেম্বর, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত; ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান): ৯ জানুয়ারি, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত; বি ইউনিট (কলা ও আইন): ৩০ জানুয়ারি, বিকেল ৩টা থেকে ৪.৩০টা পর্যন্ত

পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন:

ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনি (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুতির জন্য মোট ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে, যার মধ্যে: MCQ পরীক্ষা: ৭২ নম্বর; এসএসসি/সমমান ফলাফল: ১০ নম্বর; এইচএসসি/সমমান ফলাফল: ১৮ নম্বর; এ, বি, সি ও ডি ইউনিটের পরীক্ষার সময় ১ ঘণ্টা, আর ই ইউনিটের পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিটের হবে। প্রতি সঠিক উত্তরের জন্য ০.৭৫ নম্বর এবং প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে (বিষয়ভিত্তিক সমন্বয় অনুযায়ী)।

ব্যবহারিক পরীক্ষা:

বি ইউনিটের অন্তর্ভুক্ত সংগীত ও নাট্যকলা এবং ডি ইউনিটের অন্তর্ভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের জন্য, MCQ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক মেধাতালিকা তৈরি করে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। ই ইউনিটের জন্য ৪৫ নম্বরের ব্যবহারিক এবং ২৭ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও ফি প্রদানের তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত বছর লিখিত পরীক্ষা হলেও, চলতি বছর থেকে ভর্তি পরীক্ষা শুধুমাত্র বহুনির্বাচনি (MCQ) পদ্ধতিতে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর