কুড়িগ্রামে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ে উদ্দীপক সভা
ইউসুফ আলমগীর:
কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক উদ্দীপক সভা। কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ কুড়িগ্রাম শাখার আয়োজনে এই উদ্দীপক সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ক্যাবের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: মুসফিকুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক এএসএম মাসুম-উদ-দৌলা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভপতি সফিখান, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, সাংস্কৃতিক সংগঠক মিনহাজ আহমেদ মুকুল, ব্যবসায়ী জুলিয়া জুলকারনাইন রত্না, উন্নয়নকর্মী সন্ধ্যা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ইশতিয়াক আলী প্রমূখ।
আয়োজনে জানানো হয়, নিরাপদ খাদ্যা প্রাপ্তি মানুষের ন্যায্য অধিকার। সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মাধ্যমে ভোক্তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে। বক্তারা ক্যাবের কার্যক্রম প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিয়ে গন আন্দোলন তৈরির প্রতি জোর দেন।