সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১ অপরাহ্ন
সংবাদদাতা, গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটায় খাদ্য গুদাম থেকে প্রায় অর্ধকোটি টাকার ধান-চাল গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। এমনকি ৮ মাস থেকে পলাতক রয়েছেন গুদাম কর্মকর্তা জিয়াউর রহমান। বুধবার (১২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা খাদ্য কর্মকর্তা অন্তরা মল্লিক।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের ১৮ আগস্ট সাঘাটা উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা জিয়াউর রহমান গোপনে গুদাম থেকে ২১ মেট্রিক টন ধান ও ৬৭ মেট্রিক টন চাল বিক্রি করে দেন। এরপর থেকেই গুদামের চাবি রেখে পালিয়ে যান তিনি। সেসময় জেলা খাদ্য কর্মকর্তা অন্তরা মল্লিক ঘটনাস্থল পরিদর্শনে যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে গোডাউনের মালামাল গণনা করে উল্লেখিত পরিমাণ ধান-চালের ঘাটতি খুঁজে পান। এ ঘটনায় পরদিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচএম তৌহিদুল ইসলাম বাদী হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক বলেন, গত ১৮ আগস্ট সরেজমিনে গিয়ে ধান-চালের ঘাটতি পাওয়া গেছে। প্রায় ৮ মাস থেকে খাদ্য গুদাম কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সাঘাটার বোনারপাড়া সরকারি খাদ্য গুদাম থেকে গায়েব হওয়া পণ্যের অর্থনৈতিক মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। এ ঘটনায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকসহ স্থানীয় থানায় মামলা করা হয়েছে’।