মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ অপরাহ্ন
শাহীন, কক্সবাজার :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৪এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকের নুরুল ইসলামের স্ত্রী ৫০ বছর বয়সী নুর হাবা ও একই ক্যাম্পের বশির আহমদের ছেলে ৩২ বছর বয়সী মোহাম্মদ হাসিম। হাসিম আরসার সামরিক শাখার দায়িত্বে ছিলেন।
৮ এপিবিএনের সহকারী পরিচালক এএসপি ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গোলাগুলিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া নিহত হন।